MIKROTIK BANGLA TUTORIAL
MIKROTIK BANGLA TUTORIAL, আমি আপনাদের মাইক্রোটিকের খুঁটি নাটি শিখাব………।। যেন আপনারা এখান থেকে কাজ শিখে যেকোনো নেটওয়ার্ক কম্পানিতে চাকরি করতে পারেন। আর এটা মুলত আপনার “ISP”তে বেশি কাজে দিবে। যদি আপনারা ISP জব করতে চান তাহলে এটা শিখা আপনার জন্য অনেক জরুরী। আমি step by step আপনাদেরকে শিখাব। নিচে আমি সেই কাজের লিস্ট সাজিয়েছি যেগুলা আপনাদেরকে শিখতে হবে। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন।