Saturday , 20 April 2024
Home » Networking » এসিনক্রোনাস ট্রান্সফার মোড (ATM)

এসিনক্রোনাস ট্রান্সফার মোড (ATM)

এসিনক্রোনাস ট্রান্সফার মোড

( এসিনক্রোনাস ট্রান্সফার মোড (ATM) )ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ব্যাকবোন এসিনক্রোনাস ট্রান্সফার মোড বা ATM প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তিন ধরনের নেটওয়ার্ক ট্রাফিকের জন্য ATM উপযুক্ত: অডিও, ভিডিও এবং ডাটা। এটি একটি উচ্চাভি নেটওয়ার্ক যা ফাইবার অপটিক কিংবা ক্যাটাগরি ৫ UTP ক্যাবল ব্যবহার করে। এটি একটি পয়েন্ট টু পয়েন্ট সুইচড নেটওয়ার্ক। এখানে সুইচিং ডিভাইস যুক্ত থাকে স্টেশনগুলির মাঝখানে। অন্যান্য নেটওয়ার্কের মতাে ATM ফ্রেম ব্যবহার করে না। ফ্রেমের সাইজ বিভিন্ন হতে পারে। ATM-এ ব্যবহৃত হয় সেল যা ৫৩ অকটেট হয়ে থাকে। এক অকটেটে থাকে ৮-বিট। একে বাইট বলা হলেও আসলে এ বাইটে ৮ বিট সবসময় নাও হতে পারে। অনেক পুস্তকে ৫৩- বাইট সেলের কথা উল্লেখ থাকতে পারে। ৮-বিট আর ১ বাইট সবসময় সমান নয় বলে বাইটের সাইজ হিসেবে ৫৩ অকটেট উল্লেখ করাই যথার্থ।

5 byte header
48 byte data

ATM সেলে সাের্স ও ডেস্টিনেশন হােস্টের এড্রেস উল্লেখ না করে বরং এখানে কোন পথ দিয়ে সেই সেল পরিবাহিত হবে তা উল্লেখ করা হয়।

 

Check Also

NETWORK LOOP

NETWORK LOOP

NETWORK LOOP A network loop is a situation in which data packets in a computer …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »