Tuesday , 21 January 2025
Home » BDCOM SWITCH » READ MODE USER ADD IN BDCOM SWITCH

READ MODE USER ADD IN BDCOM SWITCH

READ MODE USER ADD IN BDCOM SWITCH

READ MODE USER ADD IN BDCOM SWITCH, আজকে আমরা শিখবো কীভাবে BDCOM SWITH এ READ MODE USER ADD করা যায় ? চলুন দেখে নেই সিখে নেই ……… আগে বলে নেই এই রিড মুড ইউজার আসলে আমাদের কানও প্রয়োজন ? আসলে যখন আপনি একজন System Admin এর দায়িত্ব পালন করবেন তখন আপনার আন্ডারে কয়েকজন Support Engineer কাজ করবে। কিন্তু আপনি চান না তাদেরকে ফুল অ্যাক্সেস দিতে। কারন লাইভ নেটওয়ার্কে আসলে কেউ প্রবলেম চায় না। আর নতুনদের উপরে আসলে এত ভরসা করা যায় না। একটা ভুল আপনার switch টাকে ডাউন করে ফেলতে পারে ! তাই আর কি ফুল মুড কেউ দিতে চায় না। এজন্য আসলে রিড মুডে দাওয়া হয় যাতে করে তাঁরা শুধু কিছু লিমিটেড অংশ দেখতে পারে বা শুধু চেক করতে পারে যে কি প্রবলেম হচ্ছে। নিচে কমান্ডটা দিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ।

Support_SW>enable

Support_SW#config

Support_SW_config#localauthor Read

Support_SW_config_localauthor_Read#exec privilege default 8

Support_SW_config_localauthor_Read#exit

Support_SW_config#username support password support author-group Read

 

এখন এই ইউজার দিয়ে লগিন করলে দেখবেন এটা রিডমুড হয়ে গেছে। এই ইউজার দিয়ে শুধু মাত্র কিছু কাজ করা যাচ্ছে। যেটা দিয়ে সাপোর্ট দাওয়া সম্ভব। এই ইউজার দিয়ে শুধু মাত্র আপনি চেক করতে পারবেন কিন্তু কোন কনফিগার বদলাতে বা রিমুভ করতে পারবেন না।

এখন আর কোন ভয় থাকল না একজন সিস্টেম অ্যাডমিন হিসাবে। আপনার কাজও হল আর সিকিউরিটি ও। BDCOM SWITCH সম্পর্কে আরও জানার জন্য এখানে ক্লিক করুন

আশা করি সবাই বুজতে পেরেছেন, কীভাবে BDCOM SWITCH এ READ MODE USER ADD করতে হয়। যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের মেইলে মেইল করতে পারেন : pollybd.com@gmail.com

 

 

 

Check Also

VLAN BASED BANDWIDTH CONTROL IN BDCOM SWITCH

VLAN BASED BANDWIDTH CONTROL IN BDCOM SWITCH

VLAN BASED BANDWIDTH CONTROL IN BDCOM SWITCH VLAN BASED BANDWIDTH CONTROL IN BDCOM SWITCH, BDCOM …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »