Thursday , 15 May 2025
Home » MikroTik » One Click Many Queuee In MiKroTik

One Click Many Queuee In MiKroTik

One Click Many Queuee In MiKroTik

One Click Many Queuee In MiKroTik , একসাথে কিভাবে আমরা অনেক গুলা কিউ তৌরী করতে পারি মাইক্রোটিক রাউটারে সেটা আজকে আমরা জানবো। খুবই ছোট্ট একটা কোড আছে এর জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেই কোডটা। তো চলুন দেখে নেই সেই কোড আর সেটা কিভাবে কাজ করে সেটাও জানাবো আপনাদের। কোডটা নিচে দিয়ে দিচ্ছি

[kamrul@MikroTik] > :for x from=2 to=254 do={/queue simple add name=”UserNameNo-$x” dst=0.0.0.0/0  max-limit=3M/3M target=”172.16.0.$x”}

 

এখানে ” x ” টা হচ্ছে একটা variable যাকে আমরা বলে দিচ্ছি যে তুমি from ২ to ২৫৪ বার এটা execute হবে। এবং “do” কোড তা দিয়ে বলে দিচ্ছি কোথায় এই কাজ টা করতে হবে ? আমরা তো এখানে এক ক্লিকে অনেক কিউ করতে চাই তার মানে এটাকে আমরা মাইক্রোটিকের queuee তে apply করবো। তার জন্য আমরা queuee এর কোড বসিয়েছি এখানে। এখানে আমরা নামের সাথে সেই variable টা যোগ করে দিয়েছি। আর target এ আমাদের ip ব্লকের সাথেও সেই variable টা যোগ করে দিয়েছি। এবং max-limit এ bandwidth ধরে দিয়েছি।

তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আপনাদের যদি নেটওয়ার্কিং নিয়ে বা মাইক্রোটিক নিয়ে জানার থাকে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন pollybd.com@gmail.com এ

আরো টিউটোরিয়াল

 

 

Check Also

BRIDGE CONFIGURATION ON MIKROTIK ROUTER

BRIDGE CONFIGURATION ON MIKROTIK ROUTER

Bridge Configuration on MikroTik Router A bridge in MikroTik allows multiple interfaces to be grouped …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »