Friday , 9 May 2025
Home » BDCOM » VLAN BASED BANDWIDTH CONTROL IN BDCOM SWITCH

VLAN BASED BANDWIDTH CONTROL IN BDCOM SWITCH

VLAN BASED BANDWIDTH CONTROL IN BDCOM SWITCH


VLAN BASED BANDWIDTH CONTROL IN BDCOM SWITCH, BDCOM Switch এ কিভাবে vlan ধরে ব্যান্ডউইডথ ম্যানেজ করা যায় সেটাই আজকে আমরা শিখবো। এজন্য আমাদের ব্যবহার করতে হবে bdcom switch এর policy-map কে। তো চলুন শুরু করা যাক।
step – ১:
প্রথমে আমাদের একটা policy-map তৌরী করতে হবে। এজন্য আমাদের config mode এ যেতে হবে। তারপর কম্যান্ড লিখতে হবে
Sw_config#policy-map test
এখানে test হচ্ছে নাম। policy-map এর একটা নাম দিলাম।
step -২:
এবার আমাদের আমাদের কাঙ্ক্ষিত vlan টা দেখিয়ে দিবো। এজন্য আমাদের নিচের কমান্ডটা দিতে হবে।
Sw_Pop-policy-map#classify vlan 3000
step -৩:
step ৩ হচ্ছে last step , এখানেই আমাদেরকে কত ব্যান্ডউইডথ হবে সেটা দিয়ে দিতে হবে। এর জন্য আমাদের নিচের কোডটা লিখতে হবে।
Sw_Pop-policy-map#action bandwidth 7812

=================================
JatraBari_Pop_config#policy-map test

JatraBari_Pop-policy-map#classify vlan 3000

JatraBari_Pop-policy-map#action bandwidth 7812

NB: action bandwidth 7812 (1= 64Kbps)

আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে অথবা মেইল করে জানাতে পারেন। আমাদে মেইল এড্রেস pollybd.com@gmail.com

আরো জানার জন্য

Check Also

BDCOM SWITCH SFLOW CONFIGURATION

BDCOM SWITCH SFLOW CONFIGURATION

BDCOM SWITCH SFLOW CONFIGURATION BDCOM SWITCH SFLOW CONFIGURATION, Today we will look at the sflow configuration …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »