Mikrotik Router Bandwidth Management Use Firewall
Mikrotik Router Bandwidth Management Use Firewall, আজকে আমরা দেখবো মাইক্রোটিকের ফায়ারওয়াল ব্যবহার করে ব্যান্ডউইডথ ম্যানেজ করা। এটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি যখন কারো ব্যান্ডউইডথ অনেক বেশি থাকে। যেমন ৪০০Mbps বা আরো বেশি। যখন এমন ব্যান্ডউইডথ হয় তখন মাইক্রোটিকের queuee ব্যবহার করলে CPU এর উপর চাপ পরে। যার ফলে cpu বেড়ে যায়। আর এটাকে কমানোর জন্যই আমরা মাইক্রোটিকের firewall ব্যবহার করে client এর ব্যান্ডউইডথ ম্যানেজ করে থাকি। তো চলুন দেখি কি কনফিগার করতে হবে যদি আমরা ফায়ারওয়াল ব্যবহার ব্যান্ডউইডথ ম্যানেজ করতে চাই।
#এজন্য আমাদের প্রথমে winbox এর বাম পাশের মেনু, ip থেকে firewall এ যেতে হবে।
#এরপর filter rules মেনু থেকে “+” বাটনে ক্লিক করে chain = forward , Dst.address এ ক্লায়েন্টের আইপিটা দিতে হবে।
#আর যদি vlan base ক্লায়েন্ট হয় তাহলে তার vlan interface দেখতে হবে out.interface এ । এ ক্ষেত্রে কোনো আইপি দেখতে হবে না।
#এরপর Extra মেনুতে চলে যাবো , নিচে Limit বাটনে ক্লিক করে
Rate = ব্যান্ডউইডথ টা বিটে হিসেবে করে দিবো (400Mbps =400000000 bit) . Rate এ not sign টা দিয়ে দিবো।
Brust = 5000000 দিবো ( তাকে 5Mbps এক্সট্রা দিলাম )
Mode টা bit এ করে দিবো।
#এখন action মেনু তে গিয়ে action = drop করে দিবো। এবং apply , ok দিয়ে আমাদের কাজ কমপ্লিট করবো।
এখানে আমার এই ক্লায়েন্ট এর ব্যান্ডউইডথ 400Mbps এ bind করে দিলাম।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন বা জানার থাকলে আমাদের কমেন্ট করে বা মেইল করে জানাতে পারেন। আমাদের মেইল এড্রেস pollybd.com@gmail.com
আরো জানতে