Sunday , 11 May 2025
Home » MikroTik » What is Default Gateway IP Address | ডিফল্ট গেটওয়ে আইপি কি বা কোনটা

What is Default Gateway IP Address | ডিফল্ট গেটওয়ে আইপি কি বা কোনটা

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো Default Gateway IP কি জিনিস এটা কিভাবে কাজ করে । অনেকেই Mikrotik Router এর কাজ অল্প একটু জানে কিন্তু এটা জানে না যে কীভাবে একটা আইপি ব্লক বের করবে এবং ক্লায়েন্টকে দিবে, ক্লায়েন্টের আইপি কত হবে সাবনেট কত হবে বা ডিফল্ট গেটওয়ে কোনটা হবে। অনেক সময় আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন হতে পারে, আইপি এর Gateway সাধারণত কোনটা ব্যবহার করি এবং কানও ? আপনি তখন কি উত্তর দিবেন । আপনাকে একটা আইপি দিয়ে দিল এমন (192.168.1.8/24). এখন আপনাকে প্রশ্ন করলো এর গেটওয়ে কত? যদি আপনার জানা থাকে তাহলে আপনি হয়তো বলবেন (192.168.1.1 or 192.168.1.254)। কিন্তু এটা আসলে ভুল, আপনার গেটওয়ে টা যেকোনো আইপিই হতে পারে আপনার আইপি ব্লকের। যেটা আপনি আপনার MikroTik রাউটারের Interface এ ব্যবহার করছেন সেই আইপি টা আপনার সব ক্লায়েন্টের জন্য গেটওয়ে হবে। বাকি আইপি গুলা সবHost হিসাবে ব্যাবহিত হবে আর CIDR (/24,/30) এর উপর ভিত্তি করে Subnetmask বসাতে হয়। এইখানে যেহেতু ব্লক দেওয়া হয়েছে 192.168.1.8/24 তার মানে Interface এর উপর এটা বসানো আছে, এখানে Gateway হিসাবে 192.168.1.8 এই আইপি হবে। একটা উদাহরণ দিচ্ছি ………।।

আমরা Default gateway হিসাবে সাধারণত (192.168.1.1(1) or 192.168.1.254(254)) এটা ব্যবহার করি। শুধু মাত্র আমাদের সুবিধার জন্য বা যারা লোকালে কাজ করে ওদের যেন সহজে মনে থাকে।

আশা করি Default Gateway IP কি সবাই বুজতে পেরেছেন না বুঝে থাকলে Comment করবেন।
ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন । আবার আসব নতুন কোন Tutorial নিয়ে।

Check Also

BRIDGE CONFIGURATION ON MIKROTIK ROUTER

BRIDGE CONFIGURATION ON MIKROTIK ROUTER

Bridge Configuration on MikroTik Router A bridge in MikroTik allows multiple interfaces to be grouped …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »