কিভাবে আইডেন্টিফাই করবেন এটা পাবলিক আইপি না প্রাইভেট আইপি? আপনাকে এটা বের করতে হলে আপনাকে চিনতে হবে প্রাইভেট আইপি কোন গুলা। তো চলুন আমরা দেখে নেই প্রাইভেট আইপির রেঞ্জ।
Class A Block: ১০.x.x.x শুরু হয় তাহলে এটা প্রাইভেট আইপি। অর্থাৎ ১০. এর পরে যাই থাক না ক্যানও সেটা প্রাইভেট আইপি। ১০ এর জায়গায় যদি ৯ বা ১১ হয় তাহলে সেটা পাবলিক আইপি হয়ে যাবে।
আইপি রেঞ্জ ১০.০.০.০ – ১০.২৫৫.২৫৫.২৫৫
Class B Block: ১৭২.১৬-৩১.x.x পর্যন্ত প্রাইভেট আইপি ব্লক। মানে হল ১৬ থেকে ৩১ পর্যন্ত প্রাইভেট আইপির ব্লক। ১৬ এর জায়গায় যদি ১৫ হয় বা ৩১ জায়গায় যদি ৩২ হয় তাহলে সেটা পাবলিক আইপি হয়ে যাবে।
আইপি রেঞ্জ ১৭২.১৬.০.০ – ১৭২.৩১.২৫৫.২৫৫
Class C Block: ১৯২.১৬৮.x.x এটা প্রাইভেট আইপি ব্লক। এখানে যদি ১৬৮ এর জায়গায় ১৬৭ বা ১৬৯ হয় তাহলে সেটা পাবলিক আইপি হয়ে যাবে।
আইপি রেঞ্জ ১৯২.১৬৮.০.০-১৯২.১৬৮.২৫৫.২৫৫