MikroTik ARP Reply Only Security
MikroTik ARP Reply Only Security, ARP Reply Only টা আসলে কি, ক্যান ব্যাবহার করি MikroTik Router Interface এ ?? এটা একটা Security এটাকে বলা হয় MAC Security । যদি আমরা Interface এ Relpy Only করে দেই তাহলে ARP টেবিলে কোন MAC পাওয়া যাবে না, আর যদি ARP Table এ MAC না থাকে তাহলে Client আইপি বসালেও ইন্টারনেট পাবে না। এই ক্ষেত্রে আপনি যেই ডিভাইসে আইপি বসাবেন সেই ডিভাইসের MAC Address টা Statically ARP List এ অ্যাড করে দিতে হবে আর শুধু মাত্র তখনই আপনার ক্লায়েন্ট ইন্টারনেট ব্যাবহার করতে পারবে। সাধারণত এই সিকিউরিটিটা ল্যাং এর জন্য দাওয়া হয়। Local ISP গুলার জন্য ভাল একটা সিকিউরিটি। কেউ একজন আপনার ল্যাং এর আইপি বের করে বসালেও নেট পাবে না, কারণ তার ডিভাইসের MAC address সাথে MikroTik ARP list এ বসানো MAC মিলবে না এবং সে ইন্টারনেট ও পাবে না।
আশা করি সবাই বুজতে পেরেছেন কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।