Tuesday , 21 January 2025
Home » MikroTik » MikroTik PCQ Details In Bangla

MikroTik PCQ Details In Bangla

MikroTik PCQ Details In Bangla

MikroTik PCQ Details In Bangla, আজকে আমরা একটু আলোচনা করব MikroTik PCQ সম্পর্কে । এটা আসলে কি জিনিস বা কিভাবে কাজ করে। এটা দিয়ে আমরা কিভাবে কাজ করব আমাদের উদ্দেশ্য অনুযায়ী । এটা খুবই সিম্পল একটা অ্যালগরিদম। PCQ টা আমরা তখনই ব্যাবহার করি যখন আমাদের প্রয়োজন হয় একটা ব্লকের সবাইকে সমান Bandwidth দাওয়ার। তো সমান Bandwidth বলতে আমরা চাই যে একটা ব্লক যেমন ( ১৯২.১৬৮.১.০/২৪ ) সবাইকে 3Mbps করে দিবো। আমাদের এই ব্লকে ২৫৪ টা আইপি আছে তো সবাই 3Mbps করে Bandwidth পাবে। এটাই আসলে PCQ দিয়ে Bandwidth দাওয়ার মূল উদ্দেশ্য। তো চলুন দেখি কিভাবে আমরা PCQ কনফিগার করব সেটা সিখে আসি।

 

প্রথমে আমরা Queues মেনুতে ক্লিক করব।

তারপর Queue Types এ ক্লিক করব। এখানে আমরা pcq-download-default আর pcq-upload-default পেয়ে যাব।

Download এর জন্য আমরা pcq-download-default ওপেন করে copy বাটনে ক্লিক করে একটা copy বের করব। আর কপি করার উদ্দেশ্য হল যেন ভুল না হয় আমাদের কাজ করতে গিয়ে। তো কপি করে বের করার পর ………………

এটা Download এর জন্য …………………………

Type Name: এখানে সঙ্গতিপূর্ণ নাম দিতে হবে যেমন 1Mbps এর স্পীড হলে আমরা লিখে দিতে পারি 1Mb_Download.

Rate: এখানে আমাদের স্পীডটা বলে দিতে হবে যেমন 1Mbps এর জন্য 1M অবশ্যই “M” capital later এ হবে। আর যদি Kbps এ লিখতে চান তাহলে অবশ্যই small later “k” এ লিখতে হবে।

বাকি সব by default যা আছে তাই থাকবে। তো আমাদের Download এর কাজ শেষ।

এটা Upload এর জন্য …………………………

Upload এর জন্য আমরা pcq-upload-default ওপেন করে copy বাটনে ক্লিক করে একটা copy বের করব।

Type Name: এখানে সঙ্গতিপূর্ণ নাম দিতে হবে যেমন 1Mbps এর স্পীড হলে আমরা লিখে দিতে পারি 1Mb_Upload.

Rate: এখানে আমাদের স্পীডটা বলে দিতে হবে যেমন 1Mbps এর জন্য 1M অবশ্যই “M” capital later এ হবে। আর যদি Kbps এ লিখতে চান তাহলে অবশ্যই small later “k” এ লিখতে হবে।

বাকি সব by default যা আছে তাই থাকবে। তো আমাদের Upload এর কাজ শেষ।

আমাদের PCQ বানানো শেষ এখন এটাকে আমরা ব্যাবহার করা শিখবো।

এখন আমাদের আসতে হবে সেই simple queues এ। এখান থেকে “+” বাটনে ক্লিক করব

Name:  এখানে সঙ্গতিপূর্ণ নাম দিতে হবে যেমন 1Mbps এর স্পীডের জন্য আমরা লিখে দিতে পারি 1Mbps

Target : এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্লকটা দিতে হবে Network IP সহ যেমন ( 192.168.1.0/24 )

এরপর আমাদের চলে যেতে হবে Advanced এ। এখানে আমরা নিচের দিকে Queue Type দেখতে পাব। এখানে upload এর জায়গায় আমরা আমাদের বানানো upload PCQ টা ( 1Mb_Upload ) দেখিয়ে দিবো আর Download এর জন্য Download থেকে ( 1Mb_Download ) টা দেখিয়ে দিবো।

এখন আমার 192.168.1.0/24 এই ব্লক থেকে যেই Bandwidth টানুক না ক্যান সবাই 1Mbps স্পীড পাবে।

আশা করি সবাই বুজতে পেরেছেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

MikroTik All Tutorial

Check Also

Backup & Restore On MikroTik Router

Backup & Restore On MikroTik Router

Backup & Restore On MikroTik Router Backup & Restore On MikroTik Router, MikroTik routers are …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »