MikroTik OS Update করার পর Username & Password Wrong, অনেক সময় মাইক্রোটিকের OS আপগ্রাডেড করার পর Username & Password Wrong দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? অনেক সময় এমন হয়, আসলে আমরা অনেক তখন অনেক ভয় পাই। ভয় পাওয়ার কোন কারন নেই। এটা মাইক্রোটিকের একটা Bug, এমন হলে শুধু মাত্র আপনি আপনার username টা দিবেন এবং Password এর জাইগায় আপনাকে Blank রাখতে হবে। যেমনটি মাইক্রোটিকে বাই ডিফল্ট থাকে। এরপর Connect এ ক্লিক করেন দেখবেন লগিন হয়ে গেছে। এখন আপনি আপনার Password বদলে নিন।
That’s It.
আশা করি সবাই বুজতে পেরেছেন, না বুঝে থাকলে কমেন্ট করে জানাতে পারেন।