Tuesday , 28 January 2025
Home » BDCOM » BDCOM SWITCH ALL DELETE COMMAND

BDCOM SWITCH ALL DELETE COMMAND

BDCOM SWITCH ALL DELETE COMMAND, আজকে আপনাদের জন্য কিছু প্রয়োজনীয় ডিলিট কমান্ড শেয়ার করব। BDCOM SWITCH এর বেশিরভাগ ডিলিট কমান্ড আছে এইখানে। অনেক সময় আমরা ভুলে যাই যে কি কমান্ড দিয়ে কনটা ডিলিট করতে হয়। আর এজন্যই আপনি চাইলে এটাকে নোট করে রেখে দিতে পারেন আপনাদের সুবিধার জন্য। তো চলুন আমরা কমান্ড গুলার বিবরন দেখে নেই। কোন কমান্ডটা কোন কাজের জন্য ব্যাবহার করা হয় ?

নিচের কমান্ডটা পোর্ট থেকে সব VLAN ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config_tg1/3#no switchport trunk vlan-allowed

নিচের কমান্ডটা পোর্টকে Default mode  করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config_tg1/3#no switchport mode.

নিচের কমান্ডটা পোর্টের বা VLAN এর  Description  ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config_tg1/3#no description

নিচের কমান্ডটা VLAN ডিলিট  করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no vlan 100

নিচের কমান্ডটা  spanning-tree ডিলিট  করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no spanning-tree

নিচের কমান্ডটা  পোর্ট থেকে access vlan ডিলিট  করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config_g0/15#no switchport pvid 100

নিচের কমান্ডটা  পোর্টের আপলোড এবং ডাউনলোড ডিলিট  করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config_g0/15#no switchport rate-limit ingress

sw_config_g0/15#no switchport rate-limit egress

নিচের কমান্ডটা  পোর্টের Bandwidth Limit ডিলিট  করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config_g0/15#no  speed

নিচের কমান্ডটা  half duplex বা full duplex করা থাকে তাহলে টা ডিলিট  করার জন্য ব্যাবহার করা হয়। এটা করলে পোর্টটা Default Mode এ চলে আসবে।

sw_config_g0/15#no duplex

নিচের কমান্ডটা পোর্টের লুপ ডিটেক্ট বন্ধ করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config_g0/15#no loopback-detection enable

নিচের কমান্ডটা পোর্টের লুপ ডিটেক্ট কন্ট্রোল বন্ধ করার জন্য ব্যাবহার করা হয়। মানে লুপ যখন হয় তখন পোর্টটা Shutdown হয়ে যায়। এটা যেন না হয় সেটাকে বন্ধ করার জন্য।

sw_config_g0/15#no loopback-detection control

নিচের কমান্ডটা পোর্টে  keepalive দাওয়া থাকলে সেটাকে রিমুভ করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config_g0/15#no keepalive

নিচের কমান্ডটা SWITCH থেকে ইউজার রিমুভ করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no username kamrul

নিচের কমান্ডটা SWITCH এর নাম ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no hostname

নিচের কমান্ডটা SWITCH এর Enable যে password দেয়া থাকে সেটা রিমুভ করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no enable password

নিচের কমান্ডটা vlan disable-learning এই কমান্ডটাকে ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no vlan disable-learning

নিচের কমান্ডটা সুইচে bonding করা থাকলে সেটাকে ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no interface port-aggregator1

নিচের কমান্ডটা policy-map  ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no policy-map INT_ntzone-160MB

নিচের কমান্ডটা port-protected কমান্ড দেয়া থাকলে সেটা ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no port-protected 1

নিচের কমান্ডটা port বা vlan থেকে আইপি এড্রেস ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config_v1#no ip address

নিচের কমান্ডটা specific default route ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no ip route default 192.168.0.1

নিচের কমান্ডটা SWITCH এর ফুল লুপ ডিটেকশন বন্ধ করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no loopback-detection

নিচের কমান্ডটা গ্রাফিক্যাল মুড ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no ip http server

নিচের কমান্ডটা টাইম সার্ভার ডিলিট করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config#no ntp server

নিচের কমান্ডটা পোর্ট ওপেন করার জন্য ব্যাবহার করা হয়।

sw_config_g0/15#no shutdown

 

BDCOM SWITCH ALL DELETE COMMAND আপনিও ব্যাবহার করতে পারেন। আপনাদের যদি কোন কিছু জানার দরকার হয় তাহলে মেইল করতে পারেন : pollybd.com@gmail.com

Check Also

PORT MIRRORING ON BDCOM SWITCH

PORT MIRRORING ON BDCOM SWITCH

PORT MIRRORING ON BDCOM SWITCH PORT MIRRORING ON BDCOM SWITCH, আজকে আমরা শিখবো কিভাবে bdcom …

One comment

  1. wish u have a good day because yuo blog is wonderfull
    nice blog and information, how can you get that usefull information ??
    wow, nice dea and have a lot of knowledge wis can share this with everyone too
    its grea we can shttp://uid.me/koi88# haring this wonderfull information, thank you so much
    bless you day, its a good reading material and information
    indeed, i can not agree more with this information, thank you for sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »