আজকে আমরা শিখবো Mikrotik Router এ কিভাবে wifi configure করতে হয়। আমরা অনেকেই বাজারে যে নরমাল Router গুলো পাওয়া যায় সেগুলো খুব অনায়াসে configure করতে পারি কিন্তু Mikrotik Router দেখলে অনেকেই ভাবি যে কিভাবে কি করবো । চিন্তার কোন কারন নেই আমি খুব সহজেই চাইলে আপনিও পারবেন mikrotik router এ wifi configure করতে। প্রথমে Mikrotik Router এ login করুন এরপর side bar এ যে Menu টা আছে সেখানে দেখুন Wireless নামক একটি Menu আছে সেখানে Click করুন এরপর Security profile এ যান । Security profile এ যাওয়ার পরে default এ profile এ click করুন অথবা + button এ click করে new profile নিয়ে নিন। এরপর profile এর উপর double click করে চাইলে name টা আপনি change করে নিতে পারেন এরপর mode option এ সাধারনত none থাকে none টাকে dynamic keys করে দিবেন এরপর আপনি authentication type আপনি চাইলে ৪ টিতে টিক দিতে পারেন। এরপর WPA pre-Shared key তে wifi password টি দিন এরপর apply ok দিয়ে দিন। এরপর wifi interface এ গিয়ে Wlan এ click করে wireless এ গিয়ে mode টাকে ap bridge করে দিবেন SSID তে আপনার wifi name টা দিন then security profile এ আপনার তৈরিকৃত profile টা দিয়ে apply ok দিয়ে দিন।এরপর আপনি bridge এ গিয়ে Wlan1 টা কে bridge port এ add করে দিন তাহলেই wifi configure complete হয়ে যাবে।
Check Also
Backup & Restore On MikroTik Router
Backup & Restore On MikroTik Router Backup & Restore On MikroTik Router, MikroTik routers are …