MikroTik Simple Queue
MikroTik Simple Queue, আজকে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট শিখবো। কিভাবে আমরা মাইক্রোটিক রাউটার দিয়ে ক্লায়েন্টের স্পীড লিমিট করতে পারি চলুন সেটা একটু সিখে আসি। একদম সিম্পল উপায় দেখব আজকে। এটাকে আমরা simple queue বলে থাকি। মাইক্রোটিকে লগিন করে নিচের মেনু থেকে queue তে ক্লিক করব। তারপর আমরা + বাটনে ক্লিক করে
Name : এখানে ক্লায়েন্টের নাম দিতে হবে।
Target: এখানে ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস দিতে হবে।
Target Upload
Max Limit: এখানে আপলোড স্পীডটা দিতে হবে Kbps ( k ) বা Mbps ( M ) এ। যেমন, 1M or 1024k
Target Download
Max Limit: এখানে ডাউনলোড স্পীডটা দিতে হবে Kbps ( k ) বা Mbps ( M ) এ। 1M or 1024k
এখানে Bandwidth এর Kbps কে ছোট হাতের k দিয়ে দেখানো হয় আর Mbps কে বড় হাতের M দিয়ে দেখানো হয়।
আজকের মত শেষ করছি এরপর দেখবো PCQ. PCQ কিভাবে কাজ করে সেটা জানবো সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সবাইকে ধন্যবাদ