Wednesday , 8 January 2025
Home » Education » How Works YouTube Cache || YouTube Cache কিভাবে কাজ করে ?

How Works YouTube Cache || YouTube Cache কিভাবে কাজ করে ?

YouTube Cache কিভাবে কাজ করে ?

এটা একটা ক্লায়েন্টের কমপ্লেন। 
How Works YouTube Cache ? ধরুন আমি 6 mbps এর লাইন ব্যবহার করি কিন্তু Youtube এ 60 Mbps দেয়া আছে। যেকোন কমন ভিডিও চলতি ভিডিও গান কিংবা ভিডিও দেখতে গেলে 1080p এমনকি 4k দেখতে পাই। অর্থাৎ সেগুলো cache থেকে প্লে হয়। কিন্তু যদি আনকমন ভিডিও কিংবা টিউটোরিয়াল দেখতে যাই তাহলে বাফারিং করা শুরু করে 480p এবং 720p ভিডিও পর্যন্ত।

আমার RAW Bandwidth 6 mbps হবার পরেও ভিডিও টি বাফার করা কি স্বাভাবিক? ক্যাশ থেকে ভিডিও টি প্লে না হলে RAW bandwidth এ কি প্লে হবার কথা না?

উত্তরঃ

RAW Bandwidth 6Mbps এ YouTube চলবে না। কারণ YouTube এর ভিডিও লোড নেয় তখন একটু লক্ষ করলে দেখতে পাবেন একটা 1080p এর ভিডিওর জন্য 15-20Mbps পর্যন্ত Bandwidth লাগে। সেখানে আপনার আছে মাত্র 6Mbps তাহলে তো একটু লোড নিতেই পারে। আর ভিডিও YouTube Cache থেকে না পাওয়ার কারণ হচ্ছে ঐ ভিডিও টা আপনার নেটওয়ার্ক থেকে একবারও দেখা হয় নাই তাই ওটা YouTube Cache এ পাবে না, এবং 100% Cache ও কারো পক্ষে করা সম্ভব না। কারণ প্রতি সেকেন্ডেই হাজার হাজার ভিডিও আপলোড করা হয়। যে ভিডিও YouTube Cache থেকে পাবেন না সেই ভিডিও টা আবার একবার রিলোড দিয়ে নিবেন তাহলে ঐ ভিডিও টা তখন আবার YouTube Cache Server এ জমা হওয়ার কারনে ভিডিও টি তখন Cache থেকে পাবেন।

আশা করি সবাই বুজতে পেরেছেন। না বুজলে কোথায় বুঝেন নাই কমেন্টে জানাবেন।

Check Also

NETWORK LOOP

NETWORK LOOP

NETWORK LOOP A network loop is a situation in which data packets in a computer …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »