MikroTik CLI এ “place-before” এর ব্যবহার
MikroTik CLI এ “place-before” এর ব্যবহার, প্রশ্ন হলো place-before কমান্ডটি কোথায় ব্যবহার হয় ?
আর কোনোই বা এই কমান্ডটা ব্যবহার করবো।
মাইক্রোটিকে তো আমরা সবাই winbox দিয়ে ড্রাগ করে উপর নিচে করি। কমান্ড লাইনে তো আর সেটা পারবো না ! মাইক্রোটিক কমান্ড লাইনে যখন কোনো কমান্ড দেই তখন সেটা সবার শেষ লাইনে চলে যায়। কিন্তু আমাদের অনেক সময় দরকার পরে সেই কমান্ডটাকে অন্য কোনো কমান্ডের আগে বসানোর। আর এই কাজটাই আমরা place-before দিয়ে করতে পারবো। এজন্য আমাদের অবশ্যই আগে রুলস গুলা print কমান্ড দিয়ে দেখে নিতে হবে। আমরা কত নাম্বার এর আগে বসাতে চাই।
[kamrul@MikroTik] > ip firewall nat print
Flags: X – disabled, I – invalid, D – dynamic
0 chain=srcnat action=accept src-address=10.10.10.10
1 chain=srcnat action=accept src-address=10.20.10.20 log=no log-prefix=””
2 chain=srcnat action=accept src-address=10.20.10.21 log=no log-prefix=””
3 chain=srcnat action=masquerade log=no log-prefix=””
###এখানে আমাদের ৪ টি রুলস রয়েছে। এখন যদি আমরা নতুন একটি রুলস ২ নাম্বারের উপরে দিতে চাই তাহলে আমাদের নিচের মতো করে কমান্ড লিখতে হবে।
[kamrul@MikroTik] > ip firewall nat add chain=srcnat src-address=10.10.10.25 action=accept place-before=2
এখানে place-before=২ দিয়ে বলে দিয়েছি তুমি ২ নাম্বারের আগে বসবা।
এখন যদি আমরা আবার print করে দেখি তাহলে দেখবো কমান্ডটা ২ নাম্বারের আগে বসেছে।
[kamrul@MikroTik] > ip firewall nat print
Flags: X – disabled, I – invalid, D – dynamic
0 chain=srcnat action=accept src-address=10.10.10.10
1 chain=srcnat action=accept src-address=10.20.10.20 log=no log-prefix=””
2 chain=srcnat action=accept src-address=10.10.10.25
3 chain=srcnat action=accept src-address=10.20.10.21 log=no log-prefix=””
4 chain=srcnat action=masquerade log=no log-prefix=””
আরো জানতেকোনো প্রশ্ন বা জানার থাকলে আমাদের কমেন্ট করে বা মেইল করে জানাতে পারেন। আমাদের মেইল এড্রেস pollybd.com@gmail.com