Monday , 13 January 2025
Home » BDCOM » Enable Password Set In BDCOM Switch Or OLT

Enable Password Set In BDCOM Switch Or OLT

Enable Password Set In BDCOM Switch Or OLT

Enable Password Set In BDCOM Switch Or OLT, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানবো। আর সেটা হলো bdcom switch or bdcom olt এর enable password কিভাবে set করতে পারি। তো চলুন শিখে নেই এই ছোট্ট জিনিসটি। আশা করি আপনাদের একটু হলেও হেল্প হবে, বিশেষ করে যারা নতুন। কারণ নতুনদের হাতে আসলে এই এক্সেস গুলা খুব কম থাকে। তারপরও নতুন ভাইদের সামনে আগানোর জন্য শিখতে হবে। তো চলুন বক বক করে লাভ নাই আমরা কাজে নেমে যাই।
এটা খুব সহজ একটা কাজ তারপরও কোনো জানি অনেকেই কিছু ভুল করে থাকে।
ভুল টা হলো enable password ঠিকই set করে কিন্তু বলে যে ভাই এটা তো কাজ করে না।
হ্যা ভাই কাজ করবে না যদি আপনি মুখস্ত বিদ্যা apply করেন তাহলে আসলে এই problem টা হবে। কারণ সব bdcom switch or সব bdcom olt অথবা যেকোনো switch বা olt তে enable password অপশনটি “enable” করা থাকে না।

যার জন্য আপনাদের মনে যে এই olt or switch এর firmware বা olt,switch এ প্রব্লেম আছে।
এটা একদমই ঠিক না। কোনো প্রব্লেম নাই olt বা switch এ।
এখানে আমরা switch দিয়ে দেখাবো।
চলুন আমরা একটু কনফিগার করবো step by step .
১. olt বা switch এ username password দিয়ে লগিন করতে হবে।
Username: kamrul
Password:*****

Welcome to BDCOM S2928F Ethernet Switch

SW>
২. enable mode “Global কনফিগারেশন মোডে “এ ঢুকতে হবে
SW>enable
৩. কনফিগারেশন মোডে যেতে হবে
SW#config
SW_config#
৪. এখন আপনারা এই কম্যান্ড টা দিয়ে দিবেন।
SW_config#aaa authentication enable default enable
মেইনলি এইটা default none থাকে অর্থাৎ এটা disable mode থাকে। আপনাকে জাস্ট এটা এনাবল করে নিতে হবে।
৫. আমাদের main কাজ শেষ এখন আমরা এনাবল পাসওয়ার্ড সেট করবো।
SW_config#enable password pollybd
তো এখানে pollybd টা আমাদের পাসওয়ার্ড। আমাদের সব কাজ শেষ এখন আপনারা চেক করতে পারেন ১০০% enable password কাজ করবে।

আশা করি সবাই বুঝতে পেরেছেন।

Homepage

Check Also

ERROR SSL VERSION OR CHIPER MISMATCH | HOW TO FIX IT VSOL OLT

ERROR SSL VERSION OR CHIPER MISMATCH | HOW TO FIX IT VSOL OLT

ERROR SSL VERSION OR CHIPER MISMATCH | HOW TO FIX IT VSOL OLT ERROR SSL …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »