Thursday , 2 May 2024
Home » BDCOM SWITCH » PORT MIRRORING ON BDCOM SWITCH

PORT MIRRORING ON BDCOM SWITCH

PORT MIRRORING ON BDCOM SWITCH

PORT MIRRORING ON BDCOM SWITCH, আজকে আমরা শিখবো কিভাবে bdcom switch এ port mirror কনফিগার করতে হয়। আর জানবো port mirror কি কোনো ব্যবহার করা হয়।
যদি আমরা এটাকে এক কোথায় বলতে চাই তাহলে বলতে হবে এটা আয়নার মতো, মানে আমরা নেটওয়ার্ক যে সার্ভার হয়ে ট্রাফিক বা ব্যান্ডউইডথ পাই এর এক কপি ট্রাফিক অন্য একটা সার্ভারকে দিয়ে দেয় ডাটা এনালাইজ করার জন্য।
কারণ হলো নেটওয়ার্কে সব ভালো বা ভ্যালিড ট্রাফিক থাকবে এমন না কিছু invalid ট্রাফিক বা খারাপ ট্রাফিকও থাকতে পারে। যেটা আপনার নেটওয়ার্কের জন্য ভালো না। আর এজন্যই ডাটা এনালাইজ করা দরকার। আশা করি মোটামোটি একটা ধারণা আপনারা পেয়েছেন port mirroring সম্পর্কে।
আর একটা কথা বলে রাখি ডাটা এনালাইজ করার জন্য switch থেকে ডাটা নিয়ে এনালাইজ করা বেটার।

তো চলুন শুরু করা যাক PORT MIRRORING ON BDCOM SWITCH
১. switch এ username password দিয়ে লগিন করবো।
২. enable mode এ যেতে হবে।
>enable
৩. config mode এ যেতে হবে।
sw#config
SW_config#
৪. এখন mirroring কোডটা লিখতে হবে
SW_config#mirror session 1 destination interface g0/15
SW_config#mirror session 1 source interface tg0/1 both
আমাদের কনফিগার করা শেষ। আমি কমান্ড ২ টা বুঝিয়ে দিচ্ছি।

এখানে destination interface হচ্ছে যেই পোর্টের সাথে এনালাইজ সার্ভারটা কানেক্টেড আছে সেই পোর্ট।
আর source interface হচ্ছে যেই পোর্ট থেকে আমরা ডাটা নিয়ে এনালাইজ করতে চাচ্ছি সেই পোর্টটা বা পোর্টগুলা।

আশা করি সবাই বুঝতে পেরেছেন।

HOMEPAGE

Check Also

READ MODE USER ADD IN BDCOM SWITCH

READ MODE USER ADD IN BDCOM SWITCH

READ MODE USER ADD IN BDCOM SWITCH READ MODE USER ADD IN BDCOM SWITCH, আজকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »