Remote Access Bangla
Remote Access Bangla, রিমোট একসেস : আপনার নেটওয়ার্কে যাতে দূরবর্তী ইউজাররা ফোন লাইনের মাধ্যমে একসেস করতে পারে সেজন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে এক বিশেষ ব্যবস্থা। এর জন্য হার্ডওয়্যার হিসাবে লাগে মডেম এবং সফটওয়্যার হিসাবে রিমোট একসেস সার্ভিস সফটওয়্যার দরকার পড়ে। উইন্ডোজ এন্টি সিস্টেমে এই সফটওয়্যার রিমোট একসেস সার্ভিস বা RAS নামে এবং উইন্ডোজ ২০০০/২০০৩ সার্ভারে এটি রাউটিং এন্ড রিমোট একসেস সার্ভিস বা ( RRAS ) নামে পরিচিত। আপনি যেমন আইএসপির সার্ভারে ডায়াল করে তাদের নেটওয়ার্কে প্রবেশ করতে পারেন তেমনি আপনার নেটওয়ার্কে কেউ প্রবেশ করতে এবং সেই নেটওয়ার্কের রিসোর্স ব্যবহার করতে পারবে যদি আপনার সার্ভারে রিমোট একসেস সার্ভিস চালু থাকে এবং সে ইউজারকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া থাকে।