কিভাবে BDCOM OLT তে MAC দিয়ে সার্চ করে onu খুঁজে বের করবেন
কিভাবে BDCOM OLT তে MAC দিয়ে সার্চ করে onu খুঁজে বের করবেন আজকে আমরা শিখবো । তার জন্য আমরা মাইক্রোটিক থেকে যেকোনো ক্লায়েন্টের MAC নিয়ে olt তে সার্চ করবো CLI mode এ। এজন্য আমাদের olt তে লগইন করতে হবে তার পর নিচের মতো করে কমান্ড লিখতে হবে।
OLT>enable
OLT#show mac address-table | include f4f2.6d59.0765
Mac Address Table (Total 151)
——————————————
Vlan Mac Address Type Ports
—- ———– —- —–
101 f4f2.6d59.0765 DYNAMIC epon0/1:3
OLT#
কোনো প্রশ্ন বা জানার থাকলে আমাদের কমেন্ট করে বা মেইল করে জানাতে পারেন। আমাদের মেইল এড্রেস pollybd.com@gmail.com