MikroTik Introduction | ক্যানও নেটওয়ার্ক ক্যারিয়্যার মাইক্রোটিক দিয়ে শুরু করবেন
MikroTik Introduction | ক্যানও নেটওয়ার্ক ক্যারিয়্যার মাইক্রোটিক দিয়ে শুরু করবেন, এখানে আপনারা সম্পূর্ণ মাইক্রোটিকের কোর্সটি বাংলায় পাবেন। আমি চেষ্টা করবো মাইক্রোটিকের সব খুঁটিনাটি শেখানোর। যেটা কোন ট্রেনিং সেন্টার এ পাবেন না। রিয়েল লাইফ এ যে কাজ গুলা করতে হয় সে গুলা আর ট্রেনিং সেন্টারের কোর্স আকাশ আর পাতাল। সামান্য কিছু ট্রেনিং সেন্টারে দেখানো হয়। রিয়েল লাইফ এ যে প্রবলেম গুলা পাবেন আমি সেগুলা নিয়ে আলোচনা করবো বিস্তারিত। আপনারা যেন কাজ শিখে জব করতে পারেন। একটা কম্পানি আপনাকে জবে ক্যান নিবে বা আপনাকে নিয়ে ক্যান টাকা দিবে ? মনে রাখবেন আপনার কাজ আপনাকে টাকা দিচ্ছে। যদি আপনি কাজে এক্সপার্ট হন তাহলে আপনাকে দিয়ে কম্পানি ২০ হাজার ইনকাম করলে আপনাকে ৫ হাজার দিবে। অন্যথায় আপনাকে বের করে দিবে যদি আপনাকে দিয়ে কাজ না হয়।
তো সব সময় মনে রাখবেন কম্পানি আপনার কাজের কদর করে অন্য কোন কিছুর না। তাহলে আপনাকে কাজ শিখতে হবে এক্সপার্ট হতে হবে। সেটা যেকোনো সেক্টরে। যদি আপনি আইএসপি সেক্টরে চাকরি করতে চান তাহলে আমি বলব আপনাকে প্রথমে মাইক্রোটিক শিখতে কারণ নেটওয়ার্কে মুলত যে ডিভাইস গুলা ব্যাবহার হয় টা হল Cisco Router, Cisco Switch, MikroTik Router, Juniper Router, Juniper Switch,BDCOM Switch,BDCOM OLT, HP Switch, Brocade Switch, Procurve Switch, Extreme Switch, VSOL OLT আরও আছে। এখানকার মধ্যে MikroTik তুলনামূলক ভাবে সহজ। যার জন্য আপনাকে সবাই এটার অ্যাকচেস টা দিবে প্রথমে।
কারণ লাইভ নেটওয়ার্কে কেও প্রবলেম হোক সেটা কোন সিস্টেম এডমিনই চাইবে না । যার জন্য আপনি যতই কাজ জানেন না ক্যান আপনাকে এটাতেই কাজ করতে দিবে। বাকি যে ডিভাইস গুলা থাকবে সেগুলার অ্যাকচেস দিবে তখন যখন আপনি ঐ নেটওয়ার্ক সম্পর্কে খুব ভালো করে জানবেন। আর আপনাকে ঐ নেটওয়ার্ক ভালো করে জানার জন্য কম করে হলেও সেখানে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত কাজ করতে হবে। বলা বাহুল্য যে এই মাইক্রোটিক রাউটার সব কম্পানিই ব্যাবহার করে। এর সাথে আপনারা আস্তে আস্তে Cisco টা শিখতে পারেন আপনার ক্যারিয়ার সামনের দিকে আগিয়ে নিতে। আপনি যদি ইন্টারভিও এ বলতে পারেন যে আমি মাইক্রোটিক ভালো জানি তাহলে আপনার জব কনফ্রাম। আসলে যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে ক্যারিয়ার বেছে নেন তারা প্রথমেই শিখে cisco. কিন্তু cisco তো নেটওয়ার্কে সুইস হিসাবে বেশি ব্যাবহার হয় আর কোর রাউটার হিসাবে। যার কোন টাই আপনি প্রথমে পাবেন না। যার জন্য অনেকে কোর্স করেও চাকরি পান না বা পেতে কষ্ট হয়।
আর এই মাইক্রোটিকের কোর্স টা CSE Diploma/BSC Engineer দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যাদের ইচ্ছা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার। কারণ যারা ডিপ্লোমায় আছে তাদের মাক্সক্সিমাম ছাত্ররাই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের। যাদের বাবা মা চিন্তা করে তাদের ছেলে ডিপ্লোমা শেষ করে একটা চাকরি করবে। ফ্যামিলিকে সাপোর্ট না দিক অন্তত যেন নিজের পড়াশুনা চালিয়ে যেতে পারে।
ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রশ্ন করতে চাইলে কমেন্ট করুন ।
thanks for post..it’s really nice article.