Vlan Configure In MikroTik Router || কিভাবে মাইক্রোটিক রাউটারে vlan কনফিগার করবেন
Vlan Configure In MikroTik Router || কিভাবে মাইক্রোটিক রাউটারে vlan কনফিগার করবেন, আমাদের আসলে vlan কি সুবিধা দিচ্ছে? vlan (Virtual Local Area Network ) টা আসলে একটা ভার্চুয়াল বা লজিক্যাল পোর্ট। vlan আমাদেরকে একটা পোর্টের ভিতরে অনেক লজিক্যাল পোর্টের ব্যবস্থা করে দেয়। vlan দিয়ে আমরা নেটওয়ার্কটাকে লজিক্যালি বিভিন্ন গ্রূপে ভাগ করে দিতে পারি, যেমন- it, accounts, management, guest etc. vlan ব্যবহার করে আমরা সিকিউরিটি দিতে পারি কে কার সাথে কমিউনিকেট করতে পারবে। প্রতিটি স্যুইচিং ডোমেনে 4,096 vlan সাপোর্ট করে।
একজন নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর একটি সিঙ্গেল সুইচ নেটওয়ার্ককে খুব সহজেই vlan দিয়ে ম্যানেজ করতে পারে। একটি পোর্টে এক বা একাধিক vlan এসাইন করা যায়। চলুন দেখি কিভাবে মাইক্রোটিক রাউটারে vlan কনফিগার করতে হয়………..
/interface vlan add name=vlan100 vlan-id=100 interface=ether1 add name=vlan200 vlan-id=200 interface=ether2 All MikroTik Tutorial