Interface Live Traffic Monitor On MikroTik Terminal
Interface Live Traffic Monitor On MikroTik Terminal, আজকে আমরা মাইক্রোটিকের কমান্ড লাইন থেকে ইন্টারফেসের লাইভ ট্রাফিক কিভাবে দেখবো ?
অনেকেই জানেন না যে কমান্ড লাইন থেকে কিভাবে ইন্টারফেসের লাইভ ট্রাফিক দেখবে। তো চলুন আজকে আমরা সেটাই শিখবো। এজন্য আমাদের তেমন কষ্ট করতে হবে না। খুব ছোট একটা কমান্ড দিয়ে দেখতে পারি ইন্টারফেসের লাইভ ট্রাফিক। এজন্য আপনারা নিচের কমান্ডটা শুধু কপি করে terminal এ পেস্ট করুন, ইন্টারফেস টা চেঞ্জ করে আপনার ইন্টারফেসটা দিয়ে দেন। যদি আপনার ইন্টারফেসের নামের মাঝে space থাকে তাহলে এটাকে ডাবল ক্লোন এর মধ্যে রাখতে হবে। Example – “Novocom_YouTube_Primary”
[kamrul@Core] > interface monitor-traffic Novocom_YouTube_Primary
HOME