Sunday , 19 May 2024
Home » BDCOM » FULL BDCOM SWITCH CONFIGURATION

FULL BDCOM SWITCH CONFIGURATION

BDCOM SWITCH CONFIGURATION

BDCOM SWITCH CONFIGURATION, আজকে আমরা শিখবো কীভাবে একটা BDCOM SWITCH কনফিগার করা যায়। নিচে আমি কমান্ড গুলা দিয়ে দিলাম ও কোনটার কি কাজ সেটাও নোট করে দিয়েছি ।

কাজ করার জন্য প্রথমে Global Mode এ ঢুকতে হবে।

#For goto Global Mode

SW_config#enable

আমাদের সব কিছু Config মুডে ঢুকেই করতে হয়।

#For goto Configuration Mode

SW_config#config

পাসওয়ার্ড সিকিউরিটি দাওয়ার জন্য ব্যাবহার করা হয়।

#For Password Encryption Enable

SW_config#service password-encryption

সুইচের নাম দেওয়ার জন্য ব্যাবহার করা হয়।

#For Switch Name

SW_config#hostname DFN

বিভিন্ন Authentication দেওয়ার জন্য ব্যাবহার করা হয়।

#For Login User Configuration

DFN_config#aaa authentication login default local

DFN_config#aaa authentication enable default none

DFN_config#aaa authorization exec default local

সুইচে ইউজার পাসওয়ার্ড দেওয়ার জন্য ব্যাবহার করা হয়।

#For Add Username Password

DFN_config#username admin password admin

রিডমুড ইউজার তৈরি করার জন্য ব্যাবহার করা হয়।

#For Add Read Mode User

DFN_config#localauthor Limited

DFN_config_localauthor Limited#exec privilege default 8

সুইচে ভিল্যান তৈরি করার জন্য ব্যাবহার করা হয়।

#For Vlan Create

DFN_config#vlan 100

ভিল্যানের নাম দেওয়ার জন্য ব্যাবহার করা হয়।

#For Vlan Name

DFN_config_vlan100#name Facebook

সুইচের পোর্টকে ট্র্যাঙ্ক মুডে কনফিগার করার জন্য ব্যাবহার করা হয়। প্রথমে পোর্ট সিলেক্ট করতে হবে, তারপর ট্র্যাঙ্ক মুড কমান্ড দিয়ে কনফিগার করতে হয়।

#For Trunk Port Configuration

DFN_config#interface GigaEthernet0/1

DFN_config_g0/1#switchport mode trunk

ভিল্যান তৈরি করার পর কোন পোর্টে কোন কোন ভিল্যান Allow হবে সেই কাজটা করার জন্য এটা ব্যাবহার করা হয়।

#For Allow vlan In Interface

DFN_config_g0/1#switchport trunk vlan-allowed 1,3-5,9,11,51-52,67

সুইচের পোর্টকে এক্সেস মুডে কনফিগার করার জন্য ব্যাবহার করা হয়। প্রথমে পোর্ট সিলেক্ট করতে হবে, তারপর এক্সেস মুড কমান্ড দিয়ে কনফিগার করতে হয়।

#For Access Port Configuration

DFN_config#interface GigaEthernet0/10

DFN_config_g0/0#switchport pvid 12

সুইচের পোর্টের নাম দেওয়ার জন্য এটা ব্যাবহার করা হয়।

#For Note Short Description In Interfaces

DFN_config#interface GigaEthernet0/10

DFN_config_g0/10#description PNR Associate

একটা পোর্টে আগে থেকেই কিছু ভিল্যান অ্যাড করা আছে এখন আপনি নতুন ভিল্যান অ্যাড করতে চান তাহলে নিচের কমান্ডটি ব্যাবহার করতে হয়।

#For Add vlan In Existing Interface

DFN_config_g0/1#switchport trunk vlan-allowed add 100

সুইচকে আইপি দিয়ে এক্সেস করার জন্য নিচের কমান্ড ব্যাবহার করা হয়। প্রথমে ইন্টারফেস বা ভিল্যান সিলেক্ট করতে হয় তারপর আইপি অ্যাড্রেস কমান্ডটি ব্যাবহার করা হয়।

#For Add IP Address To Access Your Switch

DFN_sw_config#interface vlAN 22

DFN_sw_config_v22#ip address 192.168.0.2 255.255.255.0

ডিফল্ট গেটওয়ে দেয়ার জন্য ব্যাবহার করা হয়।

#For Add Default Route

DFN_sw_config#ip route default 192.168.0.1

গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাড করার জন্য ব্যাবহার করা হয়।

#For Graphical User Interfaces

DFN_sw_config#ip http server

 

আশা করি আপনারা এখন একটা BDCOM SWITCH নিজেই কনফিগার করতে পারবেন। যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভাল থাকবেন দেখা হবে নতুন কিছু নিয়ে ।

Check Also

PORT MIRRORING ON BDCOM SWITCH

PORT MIRRORING ON BDCOM SWITCH

PORT MIRRORING ON BDCOM SWITCH PORT MIRRORING ON BDCOM SWITCH, আজকে আমরা শিখবো কিভাবে bdcom …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »