IP Not Pinging Check MAC Ping In MikroTik | আইপিতে পিং না পেলে কি করবেন মাইক্রোটিকে
IP Not Pinging Check MAC Ping In MikroTik | আইপিতে পিং না পেলে কি করবেন মাইক্রোটিকে, যদি আপনি আইপিতে পিং না পান তাহলে কিভাবে চেক করবেন পিং? অনেক ডিভাইসে Firewall থাকার কারণে সব ডিভাইস থেকে ping Response পাওয়া যায় না।
তখন আপনাকে MikroTik Router এর ইন্টারফেস ধরে MAC ping চেক করতে হবে। আপনি সেখানে MAC এর ping পাবেন ১০০%। যদি আপনার এই আইপি দুই ক্লায়েন্ট এ বসানো থাকে তাহলে আপনি দুইটা MAC Address দেখতে পাবেন। তাহলে আপনি বুজতে পারবেন যে আপনার এই আইপি অন্য কোথাও বসানো আছে।
চলুন দেখি কিভাবে করবেন MAC Address Ping ?
প্রথমে আপনি Mikrotik Router এ লগিন করতে হবে, তারপর আপনাকে (IP > ARP) যেতে হবে। এরপর একটা Open করেন। এরপর Interface থেকে সেই Interface টা দেখাতে হবে যেটাতে আইপিটা বসানো ছিল এবং ARP Ping তে টিক দিয়ে Start এ ক্লিক করতে হবে। তাহলে আপনি MAC Ping দেখতে পাবেন। নিচে Screenshot দেওয়া হল